reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০২৪

এবার ১ লাখ ৭৯ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ইমো

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি পেজবাইটস ইনকর্পোরেশনের মালিকানাধীন ইমো একটি গ্লোবাল ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী ১৭০টিরও বেশি দেশে ৬২টি ভাষায় ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীদের সংযুক্ত করেছে।

তবে সব প্ল্যাটফর্মের মতো ইমোতেও কিছু নিয়ম কানুন আছে। যা ব্যবহারকারীদের চ্যাট এবং তথ্য আরও নিরাপদ রাখে। এই নিয়ম ভঙ্গ হ্যাকিং, হয়রানি এবং প্রতারণার অভিযোগে দেশের ১ লাখ ৭৯ হাজার ডিভাইস শনাক্ত ও নিষিদ্ধ করেছে ইমো। চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অ্যাকাউন্টগুলোতে বন্ধ করা হয়েছে।

এছাড়া প্রতারণা ও হয়রানির সঙ্গে সংশ্লিষ্টতায় ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে তাৎক্ষণিকভাবে যথাক্রমে ১৮০০টি ও চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কমিউনিটি গাইডলাইন অমান্য করায় দেশের ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ইমো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইমো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close