
শাওমি আনল ইলেকট্রিক গাড়ি

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি এই প্রথম ইলেকট্রিক গাড়ি আনল। এর আগে কোম্পানিটি ইলেকট্রিক বাইক এনেছিল।
স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে পরিচিত সংস্থা শাওমি তাদের প্রথম ব্যাটারি চালিত গাড়ি আনল বাজারে। তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই ইলেকট্রিক সেডান। যে সংস্থার এতদিন ফোন ব্যবহার করে অভ্যস্ত মানুষ, তাদের এবার গাড়ি ছুটবে রাস্তায়। বাজারে তাক লাগাতে চার চাকায় কী কী বৈশিষ্ট্য যোগ করেছে শাওমি চলুন দেখে নেওয়া যাক।
প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি। দুরন্ত ইলেকট্রিক সেডান নিয়ে এসে তাক লাগল শাওমি, গাড়ির নাম শাওমি এসইউ৭। এই চার চাকা তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো এসইউ৭, এসইউ৭ প্রো এবং এসইউ৭ ম্যাক্স।
চীনে এই গাড়ি লঞ্চ করে সাড়া ফেলেছে শাওমি। এই গাড়িটি রিয়ার হুইল ড্রাইভের সঙ্গে ছেড়েছে সংস্থা। থাকছে একটি ইলেকট্রিক মোটর। যা সর্বোচ্চ ২৯৫ হর্সপাওয়ার শক্তি তৈরি করে। তবে এটির একটি অল হুইল ড্রাইভও রয়েছে যা প্রায় দ্বিগুণ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে।
পিডিএস/মীর