reporterঅনলাইন ডেস্ক
  ২১ মে, ২০২২

ওয়েব ৩ অর্থনৈতিক বড় পরিবর্তন আনবে

ছবি : সংগৃহীত

ভবিষ্যৎ ইন্টারনেটের গতিপথ হলো ওয়েব ৩। ইথেরিয়াম এর সহ-প্রতিষ্ঠাতা ওয়েব ৩ টার্মের উদ্ভাবক। যে কেউ ক্রিপ্টোকারেন্সি, এনএফটি এবং মেটাভার্স নিয়ে পড়তে গেলে ওয়েব ৩ সম্পর্কে জানতে পারবে।

ব্লকচেইন অথবা ক্রিপ্টোকারেন্সি এবং এনএফটি প্লাটফর্মকে ভিত্তি করে যে ইন্টারনেট সুবিধা গড়ে উঠবে সেটাই হলো ওয়েব ৩। তবে সহজ ভাষায় বলতে গেলে নিজের নিয়ন্ত্রাধীন ইন্টারনেট সুবিধাই হলো ওয়েব ৩।

বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি তা নিয়ন্ত্রণ ক্ষমতা ফেসবুক, অ্যামাজন এবং গুগলের মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানের কাছে। তবে ওয়েব৩ ইন্টারনেট ভার্সন চালু হলে সেখানে কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে না। সবাই সমানভাবে এর সুবিধা ভোগ করবে। ওয়েব ৩ মাধ্যমে অর্থনৈতিক ব্যবসায় বড় ধরনের পরিবর্তন ঘটবে। এজন্য বিশ্বের বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান ওয়েব ৩ প্রযুক্তির জন্য কাড়ি কাড়ি টাকা বিনিয়োগ করছে।

গত বছর এ খাতে ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। এছাড়া টুইটারের সাবেক সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি বলেন ওয়েব৩ এর মাধ্যমে অনেক প্রতিষ্ঠান নিজেদের অবস্থান অনেক শক্ত করতে পারবে। সূত্র : সিনেট নিউজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়েব ৩,ক্রিপ্টোকারেন্সি,ব্লকচেইন,ইন্টারনেট সুবিধা,মেটাভার্স
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close