reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০২১

অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কার

সজীব ওয়াজেদ জয়কে বিডিইউ উপাচার্যের অভিনন্দন

সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং অর্গানাইজেশনের (অ্যাসোসিও) দেওয়া ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড’ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। সোমবার (১৫ নভেম্বর) তিনি এই অভিনন্দন জানান।

এর আগে ১২ নভেম্বর (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি ২০২১)-এর দ্বিতীয় দিনে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কারে ভূষিত করে।

উপাচার্য মুনাজ আহমেদ নূর বলেন, এ পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জন করেছে। এ সক্ষমতার সফল রূপকার হলেন সজীব ওয়াজেদ জয়।

তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয়ের এ অর্জন বাংলাদেশকে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। তার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কার,অভিনন্দন,সজীব ওয়াজেদ জয়,বিডিইউ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close