reporterঅনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর, ২০২১

নব্য নির্বাচিত মেয়র বেতন চাইলেন বিটকয়েনে! 

ছবি : সংগৃহীত

এবার নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম তিন মাসের বেতন বিটকয়েন হিসেবে চেয়ে টুইট করেছেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র এরিক অ্যাডামস। নিউইয়র্ক সিটিকে ক্রিপ্টোকারেন্সি শিল্পের কেন্দ্রে নিয়ে আসার ঘোষণাও দিয়েছেন ডেমোক্রেটিক দলের এই প্রতিনিধি।

এ প্রসঙ্গে এরিক অ্যাডামস বৃহস্পতিবার ( ৪ নভেম্বর ) টুইটে বলেছেন, নিউইয়র্কে আমরা সব কিছুই বড় করে করি, তাই মেয়র হওয়ার পর আমার প্রথম তিনটি বেতন আমি বিটকয়েনের মাধ্যমে নেব। ক্রিপ্টোকারেন্সিসহ অন্যান্য উদ্ভাবনী শিল্পের কেন্দ্রে থাকবে নিউইয়র্ক।

নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে এরিক অ্যাডামস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ২০২২ সালের ১ জানুয়ারি থেকে।

অবশ্য প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ বলছে, অ্যাডামসের বিটকয়েনের বেতন নেওয়ার ঘোষণাটি বাস্তবে কার্যকর হওয়ার হওয়ার সম্ভাবনা বেশ কম।কারণ, বিটকয়েনের বাজার মূল্য অস্থিতিশীল। এই পরিস্থিতিতে প্রথম প্রশ্ন হয়ে দাঁড়াবে অস্থিতিশীল মূল্যের বাজারে মার্কিন ডলারের সঙ্গে সমতূল্য বিটকয়েন নির্ধারণ।

অ্যাডামসের টুইটের পেছনে প্রযুক্তি প্রেমের চেয়ে প্রতিদ্বন্দ্বী মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজের প্রতি প্রতিযোগিতামূলক মনোভাবই বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছে ভার্জ। সম্প্রতি এক মাসের বেতন বিটকয়েনের মাধ্যমে নেওয়ার ঘোষণা দিয়েছেন সুয়ারেজ।

সিএনবিসি বলছে, দুই মেয়রই তাদের শহরকে বিকেন্দ্রিক মুদ্রা বাণিজ্যের কেন্দ্রে নিয়ে আসতে চাইছেন। নিউইয়র্কে ক্রিপ্টোকারেন্সি খাতে বিনিয়োগের গতি কমে আসার কারণ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন অ্যাডামস। অন্যদিকে ‘মায়ামিকয়েন’ নামের একটি প্রকল্পে জোর সমর্থন দিচ্ছেন মায়ামির মেয়র সুয়ারেজ। শহরের সরকারি কর্মীদের বেতন ও কর পরিশোধের কাজে বিটকয়েন প্রচলনের আশাও করছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরে ব্লকচেইন ডটকম মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সদরদপ্তর নিউ ইয়র্ক থেকে সরিয়ে মায়ামিতে স্থানান্তরিত করেছে। মায়ামিতে আয়োজিত এক সম্মেলনেই এল সালভাদরের প্রেসিডেন্ট বিটকয়েনকে দেশটির বৈধ মুদ্রা হিসেবে প্রচলনের ঘোষণা দিয়েছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিটকয়েন,ক্রিপ্টোকারেন্সি,নিউইয়র্ক,মায়ামি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close