reporterঅনলাইন ডেস্ক
  ১২ জুলাই, ২০২১

ইন্টারনেটে ট্যাক্স নিয়ে চিন্তিত গুগলের সিইও

দেশে দেশে যেভাবে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের ক্ষেত্রে ট্যাক্স এবং কড়াকড়ি আরোপ করা হচ্ছে, তা দেখে সতর্ক করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

বিবিসিকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনেক দেশ তথ্যের প্রবাহ আটকে দিচ্ছে।

পিচাই মনে করেন, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীতে রাজত্ব করবে। তবে তার আগে স্বাধীনতা দরকার। ঠিকঠাক নীতিমালা দরকার।

পিচাইয়ের দাবি, ‘গত ২৩ বছর ধরে গুগল মুক্ত এবং স্বাধীন ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’

পিচাই বেশ কয়েকবার টুইটারের উচ্চপদে কাজের জন্য ডাক পেলেও গুগল ছেড়ে যাননি। বলছেন, এই প্রতিষ্ঠানটিকে আরও উপরে নিতে চান।

২০১৫ সালে গুগলের কর্পোরেট কাঠামোয় বড়সড় পরিবর্তন আনা হয়। প্রতিষ্ঠানের মূল বিভাগগুলোকে আলাদা প্রতিষ্ঠানে রূপ দেয়া হয়। সেই প্রতিষ্ঠানগুলোর একটি হলো গুগল, যার অধীনে আছে সার্চ, ম্যাপস, বিজ্ঞাপন, ইউটিউবসহ মূল সেবাগুলো। আর ‘অ্যালফাবেট’ নামে মূল প্রতিষ্ঠান দাঁড় করিয়ে সব কটি বিভাগ সেটির অধীনে আনা হয়।

গুগলের মূল পণ্যগুলোর দায়িত্বে ছিলেন পিচাই। স্বাভাবিক কারণেই তাকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়।

পিচাই জানিয়েছেন, এই সাফল্য তিনি উদযাপন করতে চান।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুগলের সিইও,ইন্টারনেটে ট্যাক্স
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close