reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুন, ২০২১

বিবিসি, সিএনএন, গার্ডিয়ানের ওয়েবসাইট ডাউন

বিশ্বজুড়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমসহ বহু ওয়েবসাইট মঙ্গলবার কিছুক্ষণের জন্য অচল হয়ে যায়। যুক্তরাজ্যের সরকারি সাইটটিও ডাউন ছিল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকাল থেকে বিবিসি, সিএনএন, গার্ডিয়ান নিউইয়র্ক টাইমস, ফিন্যান্সিয়াল টাইমস এবং ব্লুমবার্গের মতো সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ঢুকতেও সমস্যা হয়েছে।

এদিন সকালে যুক্তরাজ্যের সরকারি সাইটটিও ডাউন ছিল। gov.uk পোর্টালে গেলে এরর মেসেজ দেখাচ্ছিল।

এক সঙ্গে এতগুলো ওয়েবসাইট ডাউন হওয়ার কারণ এখনো জানা যায়নি। এসব প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপও অকার্যকর রয়েছে।

বাংলাদেশ সময় বেলা ৪টার দিকে আন্তর্জাতিক এসব সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ঢুকে এরর দেখা যায়। অ্যামাজন ডটকমের রিটেইল সাইটেও ঢোকা যাচ্ছে না। এ ছাড়া পিন্টারেস্ট, রেডিট, ভিমিওর সাইটও বন্ধ রয়েছে।

তবে আল জাজিরার মতো কয়েকটি সাইটে এখনো সমস্যা দেখা যায়নি। এ সংক্রান্ত সংবাদটি ব্রেকিং হিসেবে প্রচার করছে আল জাজিরা।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়েবসাইট ডাউন,গার্ডিয়ান,সিএনএন,বিবিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close