reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০২১

গুগলকে হাজার কোটি টাকা জরিমানা

নিজেদের দেশের কোম্পানির একটি অ্যাপ ব্লক করায় গুগলকে ১ হাজার কোটি টাকার বেশি জরিমানা করেছে ইতালির এন্টি-ট্রাস্ট অথরিটি।

ইতালির নিয়ন্ত্রক সংস্থা বলছে, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের জন তৈরি এনেল এক্সের জুসপাস অ্যাপ গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল প্লে স্টোরে ব্লক করেছে। এই অ্যাপ দিয়ে গাড়ির মালিকেরা নিজের লোকেশনের কাছাকাছি চার্জিং স্টেশন খুঁজে নিতে পারেন।

ইতালির দাবি, গুগল নিজেদের অধিপত্য বিস্তার করতে এই কাজ করেছে।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে গুগল তাদের অ্যান্ড্রয়েড এবং অ্যাপ স্টোর ব্যবহার করতে দেয়নি। তারা নিজেদের ম্যাপ অ্যাপের জনপ্রিয়তা হারাতে চায়নি।’

অ্যাপটি দুই বছর ধরে গুগলের প্ল্যাটফর্মে জায়গা পায়নি। যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রযুক্তি কোম্পানিটিকে ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে অ্যাপটি উন্মুক্ত করতে নির্দেশ দিয়েছে ইতালি সরকার।

গুগলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অনেক পুরোনো। অধিকাংশ ক্ষেত্রে তারা ব্যবহারকারীদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে অ্যাপগুলো ব্লক করে।

ইতালির ঘটনায় এখনো তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুগল,ইতালি,গাড়ি,ম্যাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close