reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২০

কুকুরের জন্য বিশেষ চশমা!

মার্কিন সেনাবাহিনী তাদের প্রশিক্ষিত কুকুরের জন্য বিশেষ চশমা তৈরি করেছে। ইতোমধ্যে এই চশমার পরীক্ষাও চালানো হয়েছে।

‘অগমেন্টেড রিয়্যালিটি গগলস’ নামের এই চশমার কার্যকারিতা ও ডিজাইন করা হয়েছে সামরিক কাজে ব্যবহৃত কুকুরের জন্য। এই চশমার মাধ্যমে দূর থেকেও কুকুরকে নির্দেশনা দেয়া যাবে।যুক্তরাষ্ট্রের আর্মি রিসার্চ ল্যাবরেটরির ‘কমান্ড শাইট’ ফার্ম বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই চশমা তৈরি করেছে।

এই চশমা পড়ে ‘মিলিটারি ডগ’ বা সেনাবাহিনীর অভিযানে অংশ নেওয়া কুকুর কোনো লক্ষবস্তু বা বিস্ফোরকের কাছে গিয়ে সেটা পর্যবেক্ষণ করতে পারবে। এরপর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। প্রাণহানী বা ক্ষয়ক্ষতি এড়াতে ঝুকিপূর্ণ লক্ষবস্তুতে এসব কুকুরকে বিশেষ চশমা পড়িয়ে কাজে লাগানো হবে।বিশেষ এই চশমার মাধ্যমে গ্লাসে দৃশ্যমান ভিজ্যুয়াল ইন্ডেক্টরের মাধ্যমে কুকুর নির্দেশনা প্রাপ্ত হবে। ডিজিটাল এই পদ্ধতি আসার আগে সাধারণত হাতের ইশারা ও শব্দের মাধ্যমে নির্দেশনা দেওয়া হতো।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চশমা,কুকুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close