reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জুন, ২০২০

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ দিচ্ছে গুগল

করোনাভাইরাসের (কোভিড-১৯) ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আর এই ক্ষতি কাটিয়ে উঠতে ভারতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেবে গুগল। সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল পে অ্যাপের মাধ্যমে ভারতের কয়েক লক্ষ ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীকে ঋণ দিতে রাজি গুগল।

গুগল জানায়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেই ব্যবসায়ীদের অর্থ সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালে গুগল পের বিজনেস অ্যাপের সূচনা হয়। তারপর থেকে ভারতের ৩০ লাখ ব্যবসায়ী ওই বিজনেস অ্যাপে নাম নথিভুক্ত করেছেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুগল,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close