reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

ব্যবহারের শর্তাবলীতে পরিবর্তন আনছে গুগল

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিভিন্ন সেবা যারা ব্যবহার করেন, তাদের সেসব সেবা ব্যবহারের আগে শর্তাবলি জেনে রাখা প্রয়োজন। কিন্তু গুগলের জটিল শর্তাবলি অনেকের কাছেই বোধগম্য ছিল না।

তবে গুগল এবার তাদের শর্তাবলী আরও সহজ করছে। ব্যবহারের শর্তাবলী বা টার্মস অব সার্ভিসেস (টিওএস) হালনাগাদের বিষয়ে মার্কিন সার্চ জায়ান্টের পক্ষ থেকে ইতিমধ্যে মেইলের মাধ্যমে ব্যবহারকারীকে জানানো শুরু হয়েছে।

গুগলের এক ইমেইল নোটিফেকশনে বলা হয়, ‘আমরা আমাদের টার্মস অফ সার্ভিস আপডেট করছি। ২০২০ সালের ৩১ মার্চ এটি কার্যকর হওয়ার আগেই আমাদের শর্তগুলো জেনে নিন।

ইমেইলে আরও বলা হয়, নতুন শর্তে পাঠযোগ্যতা এবং যোগাযোগ উন্নত হবে। আর গুগল ক্রোম, গুগল ক্রোম ওএস এবং গুগল ড্রাইভ আসবে শর্তের আওতায়। তবে ব্যবহারের শর্তাবলি হালনাগাদ করা হলেও প্রাইভেসি নীতিমালায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানায় গুগল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুগল,শর্ত,নীতিমালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close