reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০২০

ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে সিটিও টেক সামিট-২০২০

আগামী ১৮ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিটিও টেক সামিট ২০২০’। সিটিও ফোরামের আয়োজনে ঢাকা ক্লাবের স্যামসন চৌধুরী কনভেনশন সেন্টারে সম্মেলনটি আয়োজিত হবে।

‘সাইবার সিকিউরিটি’ ও ‘ডিজিটাল ইনোভেশন’ এই দুই ভাগে সাজানো হয়েছে এবারের সম্মেলনটি। দুটি ভাগে মোট চারটি করে সর্বমোট আটটি সেমিনার ও প্যানেল আলোচনা হবে।

পাশাপাশি সম্মেলন স্থলে বেশ কিছু স্টলও থাকবে, যেখান থেকে সম্মেলনে অংশগ্রহণকারীরা সর্বাধুনিক প্রযুক্তি পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।

প্রযুক্তি নির্বাহীদের এ সম্মেলনেটিতে যুক্তরাষ্ট্রের ইসি কাউন্সিল ওয়াশিংটন চ্যাপ্টার থেকে ১৫ জন, সাইবার সিকিউরিটি অফ মালয়েশিয়া থেকে পাঁচ জন, ভারতের ইনফোসেক ফাউন্ডেশন থেকে প্রায় ১৫ জন, সিইও ফোরাম অব নেপাল থেকে তিন জন এবং ভুটান থেকে দুই জন সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্মেলন প্রসঙ্গে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেছেন, ৪র্থ শিল্প বিপ্লব আমাদের দরজায় দাঁড়িয়ে। ব্লক চেইন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরার একটি অনন্য আয়োজন হতে যাচ্ছে এটি।

আয়োজনটির ‘নলেজ পার্টনার’র দায়িত্বে রয়েছে ভারতের ‘ইনফোসেক ফাউন্ডেশন’ এবং ‘ইয়ুথ পার্টনার’ হিসেবে থাকছে বাংলাদেশের ‘ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম’। পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেক সামিট,ঢাকা ক্লাব,সিটিও ফোরাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close