
৩০ জানুয়ারি, ২০২৫
হজযাত্রীদের সহায়তায় মক্কা-মদিনায় টোল ফ্রি নম্বর চালু

হজযাত্রী ও মুসল্লিদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি।
আজ বৃহস্পতিবার হারামাইন শরিফাইন নিউজের বরাতে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইবাদত ও ধর্মীয় রীতিনীতির বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দিতে এ নতুন টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এখন থেকে হজ ও ওমরাহ যাত্রীরা দুটি টোল-ফ্রি নম্বরে কল করে ইসলামি শিক্ষার আলোকে ইবাদত ও ধর্মীয় দিকনির্দেশনার বিষয়ে সহায়তা নিতে পারবেন। নম্বর দুটি হলো : ৮০০১২২২১০০, ৮০০১২২২৪০০।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ উদ্যোগের বিষয়ে জানায়, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত প্রত্যেক ব্যক্তিকে নির্ভুল ধর্মীয় জ্ঞান প্রদান করা, যাতে তারা তাদের ইবাদত, হজ ও ওমরাহ যথাযথভাবে পালন করতে পারেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন