reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০২৩

আসর নামাজ আদায়কালে মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে করণীয়

প্রতীকী ছবি

কয়েকদিন আগে ঘুমের কারণে আসরের নামাজ দেরি হয়ে যায়। ঘুম থেকে জেগে দেখি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই দ্রুত অজু করে আসি। তখন সময় ছিল ৫:৫৫ মিনিট। আমি আসরের নামাজে দাঁড়িয়ে যাই। কিন্তু নামাজ শেষ করার আগেই মাগরিবের আজান শুনতে পাই।

তখন আমি আসরের নামাজ পূর্ণ করে তারপর মাগরিবের নামাজ আদায় করি। নামাজের পর জানতে পারলাম, সেদিনের সূর্যাস্তের সময় ছিল ৫:৫৭ মিনিটে। জানতে চাচ্ছি, আমার সেই আসরের নামাজ কি সহীহ হয়েছে, নাকি এর কাজা করতে হবে?

এই প্রশ্নের উত্তরে আলেমরা বলেন, আপনার সেই আসরের নামাজ আদায় হয়ে গেছে; আবার তা পড়তে হবে না। কারণ, সূর্যাস্তের সময়ও ওইদিনের আসরের নামাজ আদায় করা জায়েজ আছে, তবে তা মাকরূহ।

আর আসরের নামাজে থাকাবস্থায় সূর্যাস্ত হয়ে গেলেও আসরের নামাজ নষ্ট হয় না। তবে এ অবস্থায় নামাজ আদায় হয়ে গেলেও যেহেতু তা মাকরূহে তাহরীমী হয়, তাই সূর্য হলুদ বর্ণের হওয়ার আগেই মুস্তাহাব ওয়াক্ত থাকতেই আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে। (কিতাবুল আছল ১/১৩০; আলমাবসূত, সারাখসী ১/১৫২; আলমুহীতুর রাযাবী ১/২০২; মুখতারাতুন নাওয়াযিল ১/২৪৬,২৪৮; আলজাওহারাতুন নাইয়িরা ১/৮৯; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩০৩)

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগরিব,নামাজ,আসর,আজান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close