reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া

ছবি : সংগৃহীত।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক। দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ও বন্যাদুর্গতদের জন্য শুক্রবার (২৪ জুন) বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়া এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিতেও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মা সেতু,বায়তুল মোকাররম,দোয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close