reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০২২

বাংলাদেশি হজযাত্রীদের জন্য সুসংবাদ

ছবি : সংগৃহীত।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য সুসংবাদ। সৌদি সরকার আরো ২৪১৫ বাংলাদেশি হজযাত্রীর কোটা বাড়িয়েছে।

বুধবার (২২ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৩/২০২২ সালের জন্য সৌদি সরকার কর্তৃক বাংলাদেশের জন্য অতিরিক্ত আরো ২৪১৫ জন হজযাত্রীর কোট বৃদ্ধি করা হয়েছে। বরাদ্দ প্রাপ্ত এসব হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অবশিষ্ট ২৩০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে।

আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে চলতি বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি হজযাত্রীকে হজে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বাকি যাত্রীরা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন।

বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে গত ২ বছরে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়েছে। যদিও ২০১৯ সালে ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি যাত্রীদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। করোনা পরবর্তী সময়ে এবারো সল্প পরিসরে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হজযাত্রী,বাংলাদেশি,সৌদি আরব,কোটা বৃদ্ধি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close