reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুন, ২০২২

ওমরাহ করতে লাগবে না এজেন্সি, আবেদনের ২৪ ঘণ্টায় ভিসা

ফাইল ছবি

পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যমান নিয়মে পরিবর্তনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এখন থেকে ওমরাহ পালন করার জন্য কোনো এজেন্সির সহায়তা লাগবে না। যেকোনো মুসল্লি ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা দেওয়া হবে। এ কথা জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ ।

বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট। সংবাদমাধ্যমটির টুইটারে সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রীর সংবাদ সম্মেলনের একটি ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার ওই সংবাদ সম্মেলনে ড. তৌফিক আল-রাবিয়াহ সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসল্লিদের জন্য একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছেন। মূলত আগ্রহী মুসল্লিদের ওমরাহ ভিসার আবেদনের জন্য এই পরিষেবা চালু করা হয়। এতে ওমরাহ পালনে মধ্যস্বত্ত্বভোগী তথা এজেন্সি খরচ কমবে বলেও আশা করা হচ্ছে।

সৌদির হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রী বলেন, ‘এখন থেকে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে।’

ড. তৌফিক আল-রাবিয়াহ আরও বলেন, ওমরাহ ভিসার জন্য আবেদনপত্র সৌদি আরবের বাইরে থেকে ব্যক্তিগতভাবে সাবমিট করা যাবে।

এদিকে সৌদি আরবের সংবাদপত্র ওকাজ’র বরাত দিয়ে সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ড. তৌফিক বলেছেন, ওমরাহ পালনের জন্য ভিজিট ভিসার মেয়াদ এখন থেকে এক মাসের পরিবর্তে ৩ মাস মেয়াদে হবে। তাছাড়া ওমরাহ পালন করতে সৌদি আরবে আসা সকল মুসল্লি কোনও ধরনের বাধা ছাড়াই সৌদি আরবের যেকোনও অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারেবন।

হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছর ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন। বিপুল সংখ্যক এই হাজির মধ্যে ৮৫ ভাগ বা ৮ লাখ ৫০ হাজার মুসল্লি বিদেশি এবং ১৫ ভাগ বা ১ লাখ ৫০ হাজার মুসল্লি সৌদি আরবের অভ্যন্তরীণ।

চলতি বছর হজ স্মার্ট কার্ড বাস্তবায়িত হবে উল্লেখ করে সৌদির মন্ত্রী বলেন, ডিজিটাল এই প্রযুক্তি চলতি বছরের হজকে আরও নিখুঁতভাবে আয়োজন করতে সহায়তা করবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হজ,ওমরাহ,সৌদি আরব,হাজি,হজযাত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close