reporterঅনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর, ২০২১

ইসলামের কিছু বিস্ময়কর তথ্য, যা জেনে রাখা দরকার

ফাইল ছবি

মানবতার মুক্তিদূত মোহাম্মদ (সা.)-এর ওপর মহান আল্লাহ তায়ালা নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআনই মানুষের সত্য ও সঠিক পথে চলার একমাত্র দিশারী। তাই যুগে যুগে বিখ্যাত মনীষীগণ ইসলামের খেদমত করতে গিয়ে পবিত্র কোরআন অধ্যয়ন ও গবেষণা করে নতুন নতুন তথ্য উদঘাটন করে মানুষের নিকট পৌঁছে দিয়ে ইসলামের মাহাত্ম্য ও সৌন্দর্য তুলে ধরেছেন ৷ মুসলিম বিজ্ঞানী কোরআনের উপর রিচার্জ চালিয়ে নানা বিস্ময়কর তথ্য পরিবেশন করেছেন এবং করে যাচ্ছেন প্রতিনিয়ত; এমনকি অমুসলিম বিজ্ঞানীরাও আজ যে তথ্যগুলো আমাদের কাছে প্রকাশ করছেন— সবটাই কোরআনকেন্দ্রিক গবেষণা ৷ তাই, এমন কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব যেগুলো স্কলারগণ তুলে ধরেছেন ৷ বিভিন্ন সোর্স থেকে নেওয়া বিস্ময়কর কোরআন ও আযানের তথ্য নিম্নে আলোচিত হল-

"আযানের অজানা পাঁচটি তথ্য"

১. আযানের ১ম শব্দ হল 'আল্লাহ' এবং শেষ শব্দও হল 'আল্লাহ' ৷ এর মানে আল্লাহ-ই শুরু এবং আল্লহ-ই শেষ ৷

২. আযান শব্দটি পবিত্র কোরআনে সর্বমোট রয়েছে ৫ বার ৷ আর আমারা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করি ৷

৩. আযানের মধ্যে সর্বমোট শব্দ হল ৫০ টি ৷ আর আল্লাহ মিরাজের সময় হযরত মুহাম্মাদ (সঃ)-কে সর্বপ্রথম ৫০ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন ৷ পরে তা কমিয়ে ৫ ওয়াক্ত করা হয় ৷ আর সহীহ হাদিসে এসেছে, একজন ব্যাক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে ৫০ ওয়াক্তের সাওয়াব দিবেন ৷

৪. আযানের মধ্যে সর্বমোট ১৭ টি ভিন্ন অক্ষর রয়েছে ৷

আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হল ১৭ রাকাত ৷

(ফজর ২ + জোহর ৪ + আসর ৪ + মাগরিব ৩ + এশা ৪)

মোট- ১৭ রাকাত ৷

৫. আযানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হল 'আল্লাহ' ৷

আল্লাহ শব্দের 'আলিফ' অক্ষরটি সম্পূর্ণ আযানে আছে মোট ৪৭ বার, 'লাম' অক্ষরটি ৪৫ বার এবং 'হা' অক্ষরটি ২০ বার ৷

সুতরাং, (৪৭ + ৪৫ + ২০) মোট- ১১২

আর পবিত্র কুরআনের ১১২ নম্বর সূরা হল সূরা ইখলাস ৷ যে সূরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন ৷

"মহাগ্রন্থ আল-কোরআনের অজানা কিছু তথ্য"

শাস্তি শব্দটি আছে মোট- ১১৭ বার ও ক্ষমা আছে মোট- ২৩৪ বার ৷ শাস্তির চেয়ে ক্ষমার ঘোষণা দ্বিগুণ (১১৭ x ২)= ২৩৪ বার ৷

ব্যাখ্যা: এটার দ্বারা বোঝা যাচ্ছে যে, আল্লাহ শাস্তির চেয়ে দ্বিগুণ ক্ষমা করে থাকেন ইত্যাদি ৷

আল্লাহ বললেন/তিনি বললেন শব্দটি- ৩৩২ বার ৷

তারা বলল শব্দটি- ৩৩২ বার ৷

( ৩৩২ = ৩৩২ ) বার

ব্যাখ্যা: আল্লাহ যতবার বলেছেন ততবার তার উত্তর এসেছে ৷

নারী বা মহিলা শব্দটি- ২৩ বার ৷

পুরুষ শব্দটি- ২৩

( নারী = পুরুষ )

ব্যাখ্যা: এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তা'য়ালার নিকট নারী-পুরুষ সমান ৷ এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল- উভয়ের যোগফল (২৩+২৩=৪৬) হয় ৷ আমরা জানি, একটি শিশু জন্মগ্রহণ করেন ৪৬টি ক্রোমোজোম নিয়ে, যার ২৩টি আসে পিতা থেকে আর ২৩টি আসে মাতা থেকে ৷

স্থল- ১৩ বার ৷

সাগর- ৩২ বার ৷

সাধারণত এটা দ্বারা তেমন কিছু বোঝা যাচ্ছে না ৷ কিন্তু, আমরা যদি এর যোগফল দেখি, তাহলে হবে (১৩ + ৩২ = ৪৫) ৷

ব্যাখ্যা: যদি ১৩ দিয়ে যোগফল ৪৫ এর সঙ্গে ভাগ করি, তাহলে হয় (১৩ ÷ ৪৫% = ২৮.৮৮) এবং ৩২ দিয়ে যোগফল ৪৫ এর সঙ্গে ভাগ করি, তাহলে হয় (৩২ ÷ ৪৫% = ৭১.১১)

> বিজ্ঞানীরা কয়েক বছর পূর্বে বের করেছে যে, পৃথিবীতে স্থলভাগের পরিমাণ ২৮.৮৮ ভাগ এবং পানির পরিমাণ ৭১.১১ ভাগ ৷

পৃথিবী বা দুনিয়া- ১১৫ বার ৷

আখেরাত বা পরকাল- ১১৫ বার ৷

শয়তান- ৮৮ বার ৷

ফেরেশতা- ৮৮ বার ৷

বেহেশত- ৭৭ বার ৷

দোযখ- ৭৭ বার ৷

যাকাত- ৩২ বার ৷

বারাকা বা কল্যাণ- ৩২ বার ৷

গ্রীষ্ম বা গরম- ৫ বার ৷

শীত বা ঠাণ্ডা- ৫ বার ৷

পৃথিবীর কয়েকটি স্তর রয়েছে ৷ একদম মাঝের স্তরটির মূল উপাদান হলো লোহা ৷

ব্যাখ্যা: আল-কুরআনে মোট ১১৪টি সূরা রয়েছে ৷ ১১৪ এর অর্ধেক হলো ৫৭ ৷ আর ৫৭ নং সূরাটির নাম হচ্ছে আল-হাদীদ যার অর্থ লোহা ৷

সব তথ্যই বিস্ময়কর ! আলহামদুলিল্লাহ ৷

লেখক: আবদুর রশীদ, শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম, সদস্য, বাংলাদেশ নবীন লেখক ফোরাম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসলাম,অজানা তথ্য,মুসলিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close