reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি, ২০২৫

‘শুধু হত্যা নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও করতে হবে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন,শুধু হত্যা নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে দুই হাজার ৮০০ কোটি টাকা লুটপাট করেছেন। সবই জনগণের টাকা।

বৃহস্পতিবার ঢাকার দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। তিনি আরও বলেন, সরকার হাসিনার দুটি পাসপোর্টই বাতিল করেছে। এরইমধ্যে ভারত নতুন করে এই খুনির ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণকে হতাশ করেছে।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, গত সাড়ে ১৫ বছর মানুষ শান্তিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। কোনো মিছিল-মিটিং করতে পারেননি। আজ দেশ স্বাধীন হয়েছে। সরকারের কাছে দাবি, দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সংস্কার করুন।

জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীতশিল্পী বেবী নাজনীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুব দলের সহসভাপতি আবুল হাসেম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close