কুমিল্লায় জামায়াত আমির
সংস্কারে গতি বাড়ান, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিন
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারে গতি বাড়ান। মৌলিক সংস্কার করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন। যাতে আপনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় জামায়াতের আমির বলেন, আমরা আপনাদের চাপ দিচ্ছি না। আমরা অনুরোধ করছি মূল্যবান সময়টাকে দীর্ঘায়িত না করে যৌক্তিক সময়ে নির্বাচন দিন। তিনি আরও বলেন, ভারতের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে এর প্রতিবাদ জানিয়েছে। তারা প্রমাণ করেছে এ দেশ আমাদের সবার।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রসঙ্গেত, দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে যোগ দিতে কুমিল্লাসহ ৬টি জেলার নেতৃবৃন্দ ছুটে আসেন। সম্মেলনস্থলে ছিল নেতাকর্মীদের ঢল।
পিডিএস/এমএইউ