চট্টগ্রামে ছয় জেলায় কাউন্সিল করবে বিএনপি
চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলাসহ চট্টগ্রাম বিভাগের অধীন ছয় সাংগঠনিক ইউনিটে আগামী ৮০ দিনের মধ্যে কাউন্সিল করবে বিএনপি। বাকি ইউনিটগুলো হচ্ছে খাগড়ছড়ি, কক্সবাজার, ফেনী ও লক্ষ্মীপুরে।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে নসিমন ভবনে আয়োজিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূল থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল হবে। অর্থাৎ ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা বা উপজেলার কাউন্সিলের পর হবে জেলা বা নগরের কাউন্সিল।
ব্রিফিংকালে আহমেদ আযম খান বলেন, ছয় জেলার নেতাদের নিয়ে আজকে (গতকাল) সভা করেছি। আগামী ৮০ দিনের ভেতর এই ছয় জেলার তৃণমূল থেকে অর্থাৎ ইউনিয়ন থেকে উপজেলা, ওয়ার্ড থেকে পৌরসভা এবং উপজেলা ও পৌরসভা থেকে জেলা কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। তারেক রহমান এই কাউন্সিলগুলো সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে ৮০ দিনের টার্গেট নির্ধারণ করেছি।
তিনি বলেন, ৬ ডিসেম্বর থেকেই চট্টগ্রাম মহানগরীসহ ৬ জেলায় সম্মেলন আয়োজনের কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। এই সম্মেলনে এই বিভাগের যারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব আছেন, তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন।