reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০২৪

শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন : রিজভী

সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্র-জনতার হত্যাকারী শেখ হাসিনার এ কান্না ভারতের কাছ থেকে পুরস্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনে চিন্ময় গ্রেফতার হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা পিণ্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির কাছে মাথা নত করবে এদেশের মানুষ তেমন নয়। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাইদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটির মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কিভাবে জীবন উৎসর্গ করতে হয় সেটি এদেশের মানুষ জানে। জুলাই আগস্ট বিপ্লবে সেটি প্রমাণ হয়েছে।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. এম রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহা. এনামুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close