অনলাইন ডেস্ক
১২ নভেম্বর, ২০২৪
যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ।
সোমবার রাতে রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বনানী থানার থানার ওসি মো. রাসেল সরোয়ার এই তথ্য নিশ্চিত করে জানান, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা হত্যাচেষ্টা মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর ১১।
শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তবে বিজয়ী হতে পারেননি।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন