বাংলাদেশের আগামীর যাত্রায় জাতীয় ঐক্য অটুট রাখতে হবে, বললেন আমির খসরু
বাংলাদেশের আগামীর যে যাত্রা, সেখানে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে এই জাতীয় ঐক্যের মাধ্যমে। সেই গন্তব্যস্থলটা কোথায়? গন্তব্যস্থল হলো বাংলাদেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, ‘একটি মুক্ত বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্ত বাংলাদেশে বসবাস করার আবার একটা স্বপ্ন আমাদের মনে জেগেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশর মানুষের মোনোজগতের পরিবর্তন এসেছে। মানুষের আকাঙ্ক্ষা জেগেছে। মানুষের নতুন ভাবনা জেগেছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করেছে। সেটাকে আমাদের সংস্কার করতে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া এখানে মূল বিষয়। একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক আর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এর কোনও বিকল্প নেই।’