আবরার স্মরণে ছাত্রদলের মৌন মিছিল কর্মসূচি
ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে সভা ও মৌন মিছিল করবে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির পক্ষ থেকে আজ সোমবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
রবিবার গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উদিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী দেশপ্রেমিক শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৭ অক্টোবর নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে স্মরণসভা ও মৌন মিছিল কর্মসূচি পালন করা হবে।
এতে আরো জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি পালিত হবে।