নিজস্ব প্রতিবেদক
লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে রাজধানীর মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকাস্হ নেত্রকোনা খালিয়াজুড়ী-মদন-মোহনগঞ্জ উপজেলাবাসী ও সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা বিগত ১৭ বছর ধরে কারাবন্দি লুৎফুজ্জামান বাররের মুক্তি দাবি করেন।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর রুপনগর আবাসিক এলাকার ১১ নম্বর রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শিয়ালবাড়ী,কমার্স কলেজ হয়ে মিরপুর ২ নম্বর সনি সিনেমার সামনে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে নেতা-সমর্থকরা কারাবন্দি বাবরের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের প্রিয় নেতাকে বিগত ১৭ বছর ধরে কারাবন্দি রাখা হয়েছে। অনতিবিলম্বে আমরা তার মুক্তি দাবি করছি। অন্যথায় জনগণ রাজপথে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খালিজুড়ী উপজেলার সদস্য সচিব মোঃ রায়কুল হোসাইন পাঠান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, বিএনপি নেতা মোঃ ফারুক পাঠান, খালিয়াজুড়ি উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম খানসহ প্রমুখ।