নিজস্ব প্রতিবেদক
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আহ্বান
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি বিনির্মানে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, 'বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞান চর্চার জায়গা এবং মত পথের বৈচিত্র লালন করার জায়গা। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ ধারণ ও চর্চা করাও তার বাইরে নয়। তাই ছাত্রদের রাজনৈতিক চর্চাকে বন্ধ না করে সেটির গুণগত ও কাঠামোগত পরিবর্তনের পক্ষে ছাত্র অধিকার পরিষদ।'
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বিন ইয়ামিন লিখেন, 'দলীয় দাসত্ব ও লেজুর বৃত্তির রাজনীতির বাইরে, পেশী শক্তি ও কালো টাকার রাজনীতিকে চ্যালেঞ্জ করতেই কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে ২০২১ সালে ছাত্র অধিকার পরিষদ গঠন হয়। ছাত্র সংগঠন হিসেবে নেতৃত্ব নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন একটি ছাত্র সংগঠন। যার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা ও কল্যাণমূলক কাজ করা। প্রতিষ্ঠার পর থেকেই যার উজ্জ্বল স্বাক্ষর রেখে এসেছে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে সময় এবং চাহিদার সাথে প্রতিটি জিনিসেরই সংস্কার প্রয়োজন। '
ক্যাম্পাসে ছাত্র রাজনীতির জন্য ছাত্র সংসদের প্রয়োজনীয়তা বিষয়ে তিনি উল্লেখ করেন, 'দল মত নির্বিশেষে ক্যাম্পাসে মেধাভিত্তিক, সৃজনশীল ও গণতান্ত্রিক প্রতিযোগিতা উন্মুক্ত করতে ও সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি বিনির্মানে, সকল অংশীজনদের সাথে আলোচনা করে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই।'
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২য় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান।