reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে

ছবি : সংগৃহীত

রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়া পল্টনে অস্থায়ী মঞ্চে সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের পরবর্তী করণীয় ও বার্তা দেবেন তিনি।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে আজ সমাবেশ ও র‌্যালি হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন।

নয়া পল্টনের সমাবেশে বিএনপির নেতারা বিগত জুলাই-আগস্ট আন্দোলনে দলের নেতাকর্মীদের অবদান তুলে ধরেন। বক্তব্যে নিহত ছাত্র-জনতা, শ্রমিক-নারী-শিশুর ত্যাগের কথাও উল্লেখ করেন কেউ কেউ।

বক্তব্যে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় উল্লেখ করে বক্তব্য দেন বিএনপি নেতারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close