reporterঅনলাইন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির সমাবেশ পেছাল

বিরূপ আবহাওয়ার কারণে রোববারের (১৫ সেপ্টেম্বর) সমাবেশ স্থগিত করেছে বিএনপি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আবহাওয়ার কারণে রোববারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামী ১৭ তারিখ বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

জাহিদ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনের সমাবেশ বাতিল হলেও রোববার বিভাগীয় শহরগুলোতে র‍্যালি করা হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close