reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির দুদিনের কর্মসূচি ঘোষণা

দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার নয়াপল্টনে যৌথসভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।

জাহিদ হোসেন জানান, ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে ১৪ সেপ্টেম্বর (শনিবার) কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা করা হবে।

এছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীতে সমাবেশ করা হবে। সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান কিংবা অন্য কোথাও হতে পারে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close