reporterঅনলাইন ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

কারো অপরাধের দায় আমার নয় : এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর বলেছেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধ করে তার দায় আমাকে কেন নিতে হবে? সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট দলের। তবে আমি দলকে বলেছি, যারা অপরাধ বা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি কোন পদধারি নেতার অপরাধের দায় নিতে পারবো না। আর আমার নাম ব্যবহার করে কাউকে অপকর্মও করতে দেবো না।

আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) উত্তরা ৯ নং সেক্টরের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত ১ লা সেপ্টেম্বর ৯ নম্বর সেক্টরে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার অফিসের মালামাল লুটপাটের বিষয়ে পত্রিকাটির পক্ষ থেকে প্রতিকার চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি লিখিত আবেদনের পর বেশ কিছু গণমাধ্যমে সংবাদে এস এম জাহাঙ্গীরকে জড়িয়ে সংবাদ প্রচার হওয়ায় তিনি এসব অপপ্রচারের নিন্দা বা প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি বলেন, ৫ই আগষ্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে স্বৈরাচার পতন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধ’র মত অনেক মেধাবী ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আজ আমরা পেয়েছি নতুন স্বাধীনতা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ দেওয়া সকল শহীদদের ও আহত সকল সম্মুখভাগের যোদ্ধাদের। তাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আমি আরও স্মরণ করতে চাই, গত দেড় যুগ ধরে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ও গুম হওয়া বিএনপির হাজারো নেতাকর্মীদের; তারা জীবন দিয়ে এই আন্দোলনের পটভূমি রচনা করে গেছেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১ সেপ্টেম্বরের ঘটনা বিষয়ে তিনি কিছুই জনেন না। একটি কুচক্রী মহল তার সম্মানহানী করতেই ভুল ব্যখ্যা করে সংবাদ প্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহবায়ক মিলনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর।

এ সময় পশ্চিম থানা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হুদা মিঠু কতৃক উত্তরার (মদের) বার নিয়ন্ত্রনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পদধারি কোন নেতা যদি অপকর্ম বা চাঁদাবাজি করে তাহলে সেটি তার দলের নেতারা দেখবেন। অপরাধ করলে অবশ্যই দল ব্যবস্থা নিবে। ঢাকা-১৮ আসনে দলের ইমেজ বৃদ্ধিতে নিজের ভুমিকার বিষয়ে তিনি বলেন, আমি আমার সমস্ত ক্যারিয়ারে দলের বদনাম হয় এমন কাজ নিজে করিনি এবং কাউকে করতেও দিবো না। ২০২০ সালে উপনির্বাচনে দল আমাকে এ আসনে বিএনপির মনোনয়ন দিয়েছিল, স্বৈরাচার ভোট ডাকাতরা আমার বিজয় ছিনিয়ে নেয়। আশা করি এবারও দলের প্রতিনিধি হিসেবে বিএনপির ইমেজ বৃদ্ধিতে সচেষ্ট থাকবো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close