৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুর সোয়া ২টার দিকে দিল্লি থেকে তিনি ঢাকায় এসেছেন বলে গণমাধ্যমকে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
৯ বছর আগে ‘নিখোঁজ’ হওয়ার পর নিজেকে ভারতের শিলংয়ে আবিষ্কার করেছিলেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। এতো বছর পর আজ তিনি দেশে ফিরলেন। এদিন সকাল ১১টায় তাকে বহনকারী বিমানটি ভারতের দিল্লি এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।
তাকে অভ্যর্থনা জানাতে শাহজালাল বিমানবন্দরে ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মিসেস সালাহ উদ্দিন আহমেদ।
এর আগে ২০১৫ সালের মার্চে ঢাকা থেকে ‘উধাও’ হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। দুই মাস পর ২০১৫ সালের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে সালাহ উদ্দিনের খোঁজ পাওয়া যায়। সে সময় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল এবং কোন পথে কীভাবে তিনি শিলংয়ে পৌঁছেছেন তা কারও জানা নেই।