গাজী মো. শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ
৬ আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৩৬
সিরাজগঞ্জে মনোনয়ন দৌড়ে ভাই-বোন, তালই-পুত্রা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সিরাজগঞ্জের ছয়টি আসনে দলীয় মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের ৩৬ জন নেতা। রবিবার (১৯ নভেম্বর) বিকেল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এদের মধ্যে ভাই-বোন, তালই-পুত্রা, স্বজনও রয়েছেন। ফলে দলীয় মনোনয়ন পেতে নিজেদের মধ্যেই লড়াই করতে হবে তাদের।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের আংশিক) আসনে বর্তমান সংসদ সদস্য (এমপি) তানভীর শাকিল জয় ছাড়াও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার চাচাতো ভাই শেহেরিন সেলিম রিপন।
সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সিরাজগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। এদের মধ্যে বর্তমান এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ছাড়াও কে এম হোসেন আলী হাসান, আবদুস সামাদ তালুকদার, আবদুর রউফ মুক্তা, জান্নাত আরা তালুকদার ও শেহেরিন সেলিম রিপন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের ১২ জন দলীয় মনোনয়নপত্র কিনেছেন। এদের মধ্যে বর্তমান এমপি আবদুল আজিজ, হোসেন মনসুর, সাখাওয়াত হোসেন সুইট, নজরুল ইসলাম মানিক, লুৎফর রহমান দিলু, ইমরুল হোসেন ইমন তালুকদার, আবদুল হাদি আল মাজি জিন্না, আবুল কালাম আজাদ হৃদয়, আবদুল হালিম খান দুলাল, অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সঞ্জিত কর্মকার, শরিফুল আলম খন্দকার।
- দলীয় মনোনয়ন পেতে নিজেদের মধ্যেই লড়াই
- মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রার্থীদের বাড়িতে থাকছে সমর্থকদের ভিড়
- মন্ত্রী-এমপি ছাড়াও শিল্পপতি, চেয়ারম্যান, পৌর মেয়র, সরকারি কৌঁসুলি (পিপি), নেতারাও কিনেছেন মনোনয়নপত্র
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। এদের মধ্যে বর্তমান এমপি তানভির ইমাম, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সেলিনা মির্জা মুক্তি, ইয়াছিন আলী। এ ছাড়া মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম ও শওকত ওসমান সম্পর্কে আত্মীয় (ভাই)।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে বর্তমান এমপি আবদুল মমিন মন্ডল, আবদুর রহমান, মীর মোশারফ হোসেন। এ ছাড়া মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের সঙ্গে তার মেয়ের ভাশুর ও পুত্রা সাজ্জাদুল হক রেজা আছেন।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) মনোনয়নপত্র সংগ্রহ করা পাঁচজনের মধ্যে আছেন বর্তমান এমপি মেরিনা জাহান কবিতা ও তার আপন ভাই চয়ন ইসলাম আছেন। অন্যরা হলেন আব্দুল হামিদ লাভলু, হালিমুল হক মীরু, সাজ্জাদ হায়দার লিটন।
সিরাজগঞ্জের ছয়টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রত্যাশীরা। তাদের মধ্যে মন্ত্রী-এমপি ছাড়াও শিল্পপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আদালতে সরকারি কৌঁসুলি (পিপি), আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা কেন্দ্রীয়, জেলা-উপজেলা নেতারাও রয়েছেন।
এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরো দৌড়ঝাঁপে শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। চায়ের দোকান, হাট-বাজারে আলোচনার বিষয় হয়ে উঠেছেনÑ কে পাবেন দলীয় প্রতীক। মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রার্থীদের বাড়িতে সমর্থকদের ভিড় কমবে না বলে মনে করছেন স্থানীয়রা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার বলেন, ‘দলের একাধিক নেতা ও আত্মীয়-স্বজন মনোনয়নপত্র কিনলেও দলীয় কোন্দল হবে না। একটা গণতান্ত্রিক দেশ, যে কেউ মনোনয়নপত্র কিনতে পারেন। তবে দলনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, আমরা তার জন্য কাজ করব।’
পিডিএস/আরডি