reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০২৩

বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু

শনিবার রাতে রাজধানীতে ৪ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফাইল ছবি

সরকার পতনের একদফা দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (১৯ নভেস্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামীও একইসময় দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা।

হরতাল, অবরোধ, পরিবহনে অগ্নিসংযোগসহ হত্যা, খুনের ঘটনাও ঘটছে। ফলে নষ্ট হচ্ছে দেশের সম্পদ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাইতো সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এদিকে হরতালের আগে শনিবার রাতে রাজধানীতে ৪ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফলে জনমনে দেখা দিয়েছে শঙ্কা।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,হরতাল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close