তানজিম ইসলাম, দোহার (ঢাকা) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০২৩

দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন সালমান এফ রহমান

ছবি : প্রতিদিনের সংবাদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা ও দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে দোহার ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক, আরিফুর রহমান শিকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সালমান এফ রহমান,দলীয় মনোনয়ন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close