আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় থাকছে যেসব উপকমিটি
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই সংখ্যক উপকমিটি ছিল দলটির।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত বছরের মতো এবারও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় থাকতে পারে—দফতর উপকমিটি, নির্বাচন কমিশন সমন্বয়কবিষয়ক কমিটি, নির্বাচনসম্পর্কিত আইন সহায়তা উপকমিটি, সংস্কৃতি ও সামাজিক ক্রীড়া উপকমিটি, পেশাজীবী সমন্বয়ক উপকমিটি, মিডিয়া উপকমিটি, বিদেশি মিশন উপকমিটি, প্রচার উপকমিটি, লিয়াজোঁ উপকমিটি, পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটি, আইটিবিষয়ক উপকমিটি, ইশতেহার প্রণয়ন উপকমিটি, নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটি এবং অর্থ উপকমিটি। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এবার নির্বাচন পরিচালনা উপকমিটিতে কোনো রদবদল হচ্ছে না।
তিনি বলেছেন, আমাদের ১৪টি উপকমিটি নির্বাচনসংক্রান্ত। গতবারও ১৪টি ছিল। এবারও ১৪টি উপকমিটি। লোক হয়তো পরিবর্তন হবে। কমিটিতে থাকা কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। স্বাভাবিক কারণে নতুন কিছু সংযোজন হবে।
পিডিএস/মীর