ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে এমপি প্রার্থী হতে চান আ.লীগ নেতা শ্যামল

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলটির নেতা শ্যামলেন্দু কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলন করে এমপি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি তার ছাত্র রাজনীতির কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু হত্যার পর কেউ কোনো প্রতিবাদ না করায় সহপাঠীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে প্রতিবাদ ও আন্দোলন ছড়িয়ে দিই। ১৯৭৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদে প্রথমবারের মতো ছাত্রলীগ পদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে, ওই হলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মানিক প্রমুখ। পিডিএস/জেডকে