এম এম হেলাল, কালিহাতী (টাঙ্গাইল)

  ১৬ নভেম্বর, ২০২৩

কালিহাতীতে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের শোডাউন

ছবি: প্রতিদিনের সংবাদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে একই সময়ে ভিন্ন জায়গায় বড় সমাবেশের মধ্যদিয়ে শোডাউন করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাছান ইমাম খান সোহেল হাজারী ও আবু নাসের। মঙ্গলবার (১৪ নভেম্বর) কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ শোডাউন করেন তারা।

এতে প্রধান অতিথির বক্তব্যে হাছান ইমাম খান সোহেল হাজারী তার সময়ের বিভিন্ন উন্নয়ন কাজ তুলে ধরে বলেন, বিগত ৩০-৩৫ বছরে কালিহাতীতে এত উন্নয়ন হয়নি। উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। তিনি এবারও এ আসনে দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মালেক তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মালেক ভূঁইয়া প্রমুখ।

অপরদিকে, একই সময়ে এলেঙ্গা বাসস্ট্যান্ডের পুরাতন ভূঞাপুর সড়কে শান্তি সমাবেশ করেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবু নাসের।

এর আগে, এলেঙ্গা উচ্চবিদ্যালয় মাঠ থেকে শান্তি শোভাযাত্রা করে সমাবেশ স্থলে সমবেত হন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আবু নাসেরের কর্মী-সমর্থকেরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কালিহাতীতে শান্তি নাই, মুক্তিযোদ্ধা রক্তাক্ত হয়, প্রধান শিক্ষক রক্তাক্ত হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত হয়, নিয়োগ বাণিজ্য হয়। কালিহাতী মাদকের আখড়ায় পরিণত হয়েছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির শিক্ষাব্যবস্থা চালু করে শিক্ষাশেষে চাকরি ও কর্মসংস্থানের দায়িত্ব গ্রহণ করতে চাই। তিনি বলেন, মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে মাদক-সন্ত্রাসমুক্ত শান্তি ও সম্প্রীতির স্মার্ট কালিহাতী গড়ে তোলা হবে।

দুটি সমাবেশেই হাজার হাজার জনতার উপস্থিতি ছিল উপচে পড়া। হাছান ইমাম খান ও আবু নাসের উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন উঠান বৈঠক ও সমাবেশসহ নানাভাবে গণসংযোগ করছেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ২০১৪ সালে বিতর্কিত মন্তব্যে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর সংসদ থেকে পদত্যাগের কারণে উপনির্বাচনে হাছান ইমাম খান দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে হাছান ইমাম আবারও দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরই হাছান ইমামের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতাদের দূরত্ব তৈরি হয়, যা এখনও প্রকট। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য মাঠে নামেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবু নাসের। এ ছাড়াও, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারও মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাঙ্গাইল,কালিহাতী,আওয়ামী লীগ,মনোনয়নপ্রত্যাশী,শোডাউন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close