বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৩ অক্টোবর, ২০২৩

খালেদার চিকিৎসা নিয়ে স্ট্যাটাস, বাউফলে আ.লীগ নেতাকে শোকজ

ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশা পাঠানোর ‘অনুরোধ’ জানিয়ে স্ট্যাটাস দেওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারকে কারণ দর্শাতে চিঠি দিয়েছে জেলা আওয়ামী লীগ। সোমবার (২ অক্টোবর) বিকেলের দিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

কারণ দর্শানো চিঠি সম্পর্কে ভিপি আবদুল মান্নান বলেন, ‘তিনি (মোতালেব হাওলাদার) কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এমন বক্তব্য দিয়েছেন, তা জানতে চেয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তিনি এর জবাব দিবেন।’

এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের আইডিতে ওই স্ট্যাটাস দেন আব্দুল মোতালেব হাওলাদার। এতে তিনি লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।’ এতে ব্রাকেটে ‘মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ’ জানান তিনি।

এদিকে মোতালেব হাওলাদার স্ট্যাটাস দেওয়ার পর বিএনপির পদধারী নেতা ও সমর্থকরা তাকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেছেন। অন্য দিকে একে সংগঠন বিরোধী বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। তারা সমালোচনা করে তাকে বহিষ্কারের দাবিও তুলেছেন।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী মো. আলমগীর হোসেন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমন মন্তব্য করার অধিকার রাখেন না। এটি আওয়ামী লীগের নীতিনির্ধারকদের বিষয়। তিনি (মোতালেব হাওলাদার) দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এমন মন্তব্য করে থাকলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে। তার জবাব পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে বাউফলে তোলপাড় শুরু হয়েছে।’

এর আগে মোতালেব হাওলাদার দেওয়া স্ট্যাটাস নিয়ে রবিবার (১ অক্টোবর) প্রতিদিনের সংবাদ পত্রিকায় অনলাইন সংস্করণে খবর প্রকাশিত হয়। ‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি বাউফল আ.লীগ নেতার’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনটি স্থানীয়দের মধ্যে সাড়া ফেলে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,বাউফল,খালেদার চিকিৎসা,শোকজ,আ.লীগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close