হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে আ.লীগের গণমিছিল
চট্টগ্রামের হাটহাজারীতে গণমিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিএনপি-জামায়াত দেশ ও সরকারের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে ওই মিছিল করে তারা। সোমবার (২ অক্টোবর) উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের নেতৃত্বে পৌরসভার মিরেরহাট এলাকা থেকে একটি মিছিলটি রেব হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে শেষ হয়। এতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ সিটি করপোরেশন আংশিক এলাকার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলটি শুরু হওয়ার আগে বক্তব্য দেন এম এ সালাম। তিনি বলেন, দেশে উন্নয়নের বিরুদ্ধে বিএনপি জামাত ষড়যন্ত্র করছে। ১৫ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশের জলেস্থলে উন্নয়ন করছে। আগামী সংসদ নির্বাচনেকে বানচাল করতে বিএনপি জামায়াত অগ্নিসংযোগ সহ নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। বিভ্রান্ত ছড়িয়ে জনগণকে পৃথক করার চেষ্টা চালাচ্ছে।
উন্নয়ন তুলে ধরে এম এ সালাম আরো বলেন, ২০০৯ সালে সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে জলে-স্থলে উন্নয়ন করেছে। এটা আওয়ামী লীগের জন্য নয়, দেশের জনগণের জন্য। তাই আগামীতে নৌকাকে বিজয় করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
এ সময় উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সমাজকল্যাণ সম্পাদক জাফর আহম্মদ, দপ্তর সম্পাদক নুর খান, সদস্য দিদারুল আলম বাবুল, সেলিম উদ্দিন ও শওকত আলম উপস্থিত ছিলেন।
আরো ছিলেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি হাদি মোহম্মদ শফিকুল্লাহ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমানসহ অন্যরা।
পিডিএস/আরডি