reporterঅনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর, ২০২৩

অল্প কথায় ইশতেহার তৈরির নির্দেশ ওবায়দুল কাদেরের

বেশি কথা পড়ার সময় নেই, বই মোটা করেও লাভ নেই। তাই অল্প কথার মধ্যে নির্বাচনী ইশতেহার তৈরির পরামর্শ দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনী ইশতেহার উপ-কমিটির প্রথম সভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ঢাউস মোটা ইশতেহারের দরকার নেই। মোটা পুস্তক প্রণয়নের দরকার নেই। কারণ বেশি কথা পড়ার সময় কম। অল্প কথার মধ্যে নির্বাচনী ইশতেহার তৈরি করতে হবে। বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। সামনে কঠিন চ্যালেঞ্জ।’

বিএনপি ক্ষমতায় আসলে গণতন্ত্র ধ্বংস হবে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। আওয়ামী লীগ দলের অধিনায়ক অসীম সাহসী, দূরদর্শী। এজন্যই অনেক দুঃসময় পার করে আসছি। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সর্বোপরি মাথায় রাখতে হবে স্মার্ট বাংলাদেশ।’

এ সময় সুষ্ঠু নির্বাচনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালে মন্ত্রিসভার আকার কেমন হবে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি রুটিন ওয়ার্ক করবেন। কিন্তু মেজর পলিসি ডিসিশন নেবেন না। সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা। অন্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবে নির্বাচন হবে।’

দলটির সাধারণ সম্পাদক কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়েও। তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণে কারা আসবে, না আসবে- তা আমাদের বিষয় না। নিষেধাজ্ঞা নিয়ে আমরা চিন্তিত নই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারাই এর স্বীকার হবে।’

এ সময় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নিয়ে মাথা না ঘামাতেও পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে এত মাথা ঘামানোর কী আছে! বিশ্বের অন্য যে যে দেশে গণতন্ত্র হুমকির মুখে, বিচার ভূলুন্ঠিত হচ্ছে, সেখানে যুদ্ধ বন্ধ করুন।’

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইশতেহার,ওবায়দুল কাদের,আওয়ামী লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close