ঝিনাইদহ প্রতিনিধি
সরকারের অবস্থা হীরক রাজার মতোই হবে: মির্জা আব্বাস

বর্তমান সরকারের অবস্থাও হীরক রাজার মতোই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএনপির পদযাত্রা উদ্বোধনকালে এই মন্তব্য করেন মীর্জা আব্বাস। বিএনপির খুলনা অভিমুখে পদযাত্রার ওই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
বিএনপি নেতা মীর্জা আব্বাস বলেন, ‘আমরা দেশ স্বাধীন করেছি গণতন্ত্র, বাক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য। কোনো রাজা-রানীর রাজত্ব করার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। দেশে আজ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। দেশ আজ হীরক রাজার দেশে পরিণত হয়েছে। এভাবে আর চলতে দেয়া যায় না। এখন দড়ি ধরে টান মারার সময় এসেছে।’
মীর্জা আব্বাস বলেন, সারা দেশের মানুষ আজ আবেগতাড়িত, উদ্বেলিত। অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বেদনাহত। দেশনেত্রীকে মুক্ত করতে এই সরকারকে বাধ্য করা হবে। এক দফার আন্দোলন চূড়ান্ত করেই দেশের মানুষ ঘরে ফিরবে, ইনশা আল্লাহ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল সাজানো হয় বর্ণিল সাজে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে পদযাত্রার উদ্বোধনী সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহদী আহম্মেদ রুমী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদ (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বক্তব্য দেন।
আরো বক্তব্য দেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দীন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, মেহেরপুরের মাসুদ অরুন, চুয়াডাঙ্গার মাহবুব হাসান খান বাবু, শরিফুজ্জামানসহ জেলা ও উপজেলার বিএনপি নেতারা।
পিডিএস/ আরডি