
২৫ সেপ্টেম্বর, ২০২৩
বিএনপির আজকের সমাবেশ স্থগিত

ছবি : সংগৃহীত
বিএনপির আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। রাজধানীর আমিনবাজারে পূর্বঘোষিত সমাবেশ হওয়ার কথা ছিলো। দলটির অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেয়। যে কারণে আজকের অনুষ্ঠেয় সমাবেশ স্থগিত করা হয়।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে ঢাকা জেলার নেতারা বসে সিদ্ধান্ত নেবেন আগামীকাল মঙ্গলবার কোথায় কখন সমাবেশ করবেন।
বেলা আড়াইটা থেকে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় সমাবেশ করার কথা ছিল ঢাকা জেলা বিএনপির। কিন্তু গতকাল মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঞ্চ ভেঙে ফেলেছে বলে দাবি করেন ঢাকা জেলা বিএনপি সদস্য সচিব নিপুন রায়।
তিনি বলেন, আমিনবাজারে আমাদের সমাবেশ মঞ্চ পুলিশ ভেঙে ফেলেছে। বিকেল তিনটায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হবে।
পিডিএস/এমএ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন