reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

বগুড়া থেকে রাজশাহীর পথে বিএনপির রোডমার্চ

ছবি : সংগৃহীত

বগুড়া থেকে রাজশাহী অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের রোডমার্চ। কেন্দ্রঘোষিত সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির তিন সহযোগী সংগঠনের আহ্বানে শুরু হয়েছে রোডমার্চ। রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাড়িবহরে থেকে হাত নেড়ে মানুষের প্রতি শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব।

ভোটাধিকার বঞ্চিত তরুণদের উজ্জীবিত করতে গতকাল শনিবার রংপুর থেকে তারুণ্যের রোডমার্চ শুরু হয়।

কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া শহর থেকে শুরু হয়েছে রোডমার্চ। নওগাঁ হয়ে এটি রাজশাহী যাবে। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।

রোডমার্চ শুরুর আগে পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিরোধীদল যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য আগে থেকেই নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। চিকিৎসকরা তাকে নিয়ে চিন্তিত। চিকিৎসরকরা বলছেন, এখানে খালেদা জিয়ার চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই। তার চিকিৎসার জন্য অতি দ্রুত বিদেশে নিয়ে যেতে হবে।

আগের দিন রংপুর শহর থেকে দিনাজপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এরপর সিলেট, খুলনা, চট্টগ্রামে এ কর্মসূচি পালন করা হবে। চট্টগ্রামে আগামী ৩০ সেপ্টেম্বর তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শেষ হবে।

এর আগে গত জুন ও জুলাইয়ে দেশের ছয়টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,রোডমার্চ,বগুড়া,রাজশাহী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close