বগুড়া প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

ডেঙ্গু নিয়ে সরকারের জবাবদিহি নেই : দুলু

বগুড়া শহরে শনিবার প্রচারপত্র বিতরণ করেন বিএনপি নেতারা। ছবি: প্রতিদিনের সংবাদ

ডেঙ্গু নিয়ে সরকারের কোনো জবাবদিহি নেই, ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষকে বাঁচাতে বিএনপি সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। শুধু বাংলাদেশের মানুষ নয়, আমেরিকা, ইউরোপিও ইউনিয়ন, জাতিসংঘসহ বিশ্বের মানুষ এই (আওয়ামী লীগ) সরকারের বিরুদ্ধে।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও রবিবার রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণের সময় এসব কথা বলেন বিএনপি নেতা দুলু।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য যে একদফার আন্দোলন শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।’

প্রচারপত্র বিলির সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদাল লালু, শাহ মো. শাহজাহান, ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহম্মেদ খান রুবেল, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, আজফারুল হাবিব রোজ, তাহা উদ্দিন নাহিন প্রমুখ।

এদিকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল রবিবারের (আজ) রোর্ডমার্চ সফল করতে প্রচারপত্র বিতরণ করেছে। এ সময় বিএনপির কেন্দ্রিয় নেতা ওবায়দুর রহমান চন্দন, জেলা যুবদল নেতা খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, ছাত্রদলের সাইদুল ইসলাম, নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর হেনা জানান, রবিবার সকাল ৮ থেকেই নেতাকর্মীরা এরুলিয়া এলাকায় অবস্থান করবেন। সেখানে সমাবেশ শেষে নওগাঁ হয়ে রাজশাহী যাবে বিভাগীয় রোর্ডমার্চ।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,প্রচারপত্র,বিতরণ,বিএনপি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close