
০৬ জুন, ২০২৩
ঢাকা-১৭ আসনে আ.লীগের মনোনয়ন বিক্রির শেষ দিন আজ

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ (৬ জুন)।
মনোনয়ন প্রত্যাশীরা মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। গত শনিবার (৩ জুন) থেকে আজ পর্যন্ত এ আসনে জন্য ১২ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগের অফিস সূত্র মতে, ৩ থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন