নরসিংদী প্রতিনিধি

  ০৪ জুন, ২০২৩

আ.লীগ স্বৈরাচারী কায়দায় শাসন করছে : জি এম কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী স্বৈরাচারী কায়দায় দেশটাকে শাসন করছেন। প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নির্বাচন কমিশন- সবাই একটি দলের গুণগান করছে। সেই দলের নির্দেশনা মোতাবেক চলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিচার বিভাগ যেখানে সম্পূর্ণ নিরপেক্ষ সেটাও চলছে ওই দলের ইশারায়। বাকশালের মতো একটা দল তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষের কোনো জায়গা নেই। সুতরাং এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা সম্ভব নয়।’

শবিবার (৩ জুন) দুপুরে নরসিংদী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় পার্টির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘বিদ্যুতের অভাবে বেশিরভাগ কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আনেকেই চাকরিচ্যুত হচ্ছেন। বিদ্যুৎ বিল দফায় দফায় বৃদ্ধি করার পরও জনগণ বিল পরিশোধ করছে। বিল না দিলে সংযোগ বন্ধের পাশাপাশি জোর জুলুম করে নেওয়া হচ্ছে। তবে কেন কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে। জনগণ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে যাচ্ছে, কোনো বিল বাকি রাখে না, উৎপাদন কেন্দ্র বন্ধ হলে এর দায়ভার সরকারকে নিতে হবে। সরকারের সহযোগিতায় আজকে কিছু প্রতিষ্ঠান দেশটাকে লুটেপুটে খাচ্ছে।’

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, কেন্দ্রীয় জাতীয় পার্টির উপদেষ্টা হেনা খান পুন্নি, জেলা জাতীয় পার্টির নেতা ফারুক সরকার, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মো. মনির হোসেন, নরসিংদী-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী রায়পুরা উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামসুজ্জামান এবং নরসিংদী জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মো. মাহবুব আলম।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জি এম কাদের,নরসিংদী,জাতীয় পার্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close