reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০২৩

পানি সম্পর্কিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয় প্রেসক্লাবে দৈনিক ‘ভোরের কাগজ’ এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : প্রতিদিনের সংবাদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ২০৩০ সালের মধ্যে সরকার পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত এসডিজি-৬ অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্য অর্জনে নানাবিধ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে এগিয়ে চলেছি।

সোমবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে দৈনিক ‘ভোরের কাগজ’ এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের আয়োজনে ‘পানি ও পয়ঃনিষ্কাশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানির জন্য এক সময় রাস্তায় মানুষকে বিক্ষোভ করতে দেখেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন চিত্র বদলেছে। ঢাকা শহরে শতভাগ পানি নিশ্চিত করা সম্ভব হয়েছে, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতেও তা করা হয়েছে। এ সময় তিনি জানান, প্রতিটি মহানগরীতে ওয়াসা স্থাপনের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু আমাদের দেশে নয় উন্নত অনেক দেশেও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি।

এ সময় পানিসম্পদের প্রাপ্যতা ও ব্যবস্থাপনা এবং সবার জন্য স্যানিটেশন নিশ্চিতকরণে দেশে বিদ্যমান কার্যক্রমের গতি আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ভোরের কাগজ’ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত বক্তব্য দেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সরোয়ার হোসেন, ইউনিসেপের ওয়াস বিশেষজ্ঞ শফিকুল আলম। সেমিনারে ‘রিসার্চ অ্যান্ড মনিটরিং অ্যাক্সিলারেট ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলোজির ডিরেক্টর ড. আনোয়ার জাহিদ, ‘এক্সিলারেটিং চেঞ্জ টু অ্যাচিভ এসডিজি-৬; বাংলাদেশ কনটেক্সট’ শিরোনামে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ।

পিডিএসও/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকারমন্ত্রী,পানি সম্পর্কিত এসডিজি,এসডিজি অর্জন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close