
চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা কাটলো জিএম কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই। নিম্ন আদালতের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করে রুল জারি করেছে হাইকোর্ট।
জি এম কাদেরের রিভিশন আবেদনের প্রাথমিক শুনানি শেষে রবিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি আব্দুল হাফিজের একক বেঞ্চ এ আদেশ দেন।
প্রতিদিনের সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী।
একইসঙ্গে তিনি জানান, নিষেধাজ্ঞা বাতিল চেয়ে জি এম কাদেরের আপিল গত ১৯ জানুয়ারি না-মঞ্জুর করেন ঢাকা জেলা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।
মামলার বাদী ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধাকে আট সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মৃধার মামলায় গত ৩০ অক্টোবর জি এম কাদেরের বিরুদ্ধে দল পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেন বিচারিক আদালত।
পিডিএস/এইচএস