reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২৩

`আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে'

ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতীয় নির্বাচন কীভাবে হবে সংবিধানে তা সম্পূর্ণভাবে উল্লেখ আছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন দেশের সংবিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় নিজের নির্বাচনী এলাকা কসবায় কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসার পর আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন।

তিনি বলেন, একটা গণতান্ত্রিক দেশে যেকোনো দল রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের কোন আপত্তি নাই। কারণ, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে। আওয়ামী লীগই গণতন্ত্র স্থাপন করেছে।

আখাউড়া রেলওয়ে স্টেশনে আইনমন্ত্রী পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, আখাউড়া কসবা সার্কেল (অতিরিক্ত) নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবনসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বিভিন্ন কর্মশালায় অংশ নিতে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলে যান। বিকেলে আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনে মন্ত্রীর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইনমন্ত্রী,আনিসুল হক,অংগ্যজাই মারমা,আখাউড়া,কসবা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close